শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

৪০ ব্রাজিলিয়ানের কোচ থেকে এবার ব্রাজিলের কোচ

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:১৩ এএম

আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর আগেই দেশটির কিংবদন্তি ফুটবলার রিভালদোর জোরালো সমর্থন পেয়েছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে এসি মিলানে খেলা রিভালদো বিশ্বাস করেন, একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ব্রাজিল দল গড়ে তুলতে সক্ষম হবেন আনচেলত্তি। আর এ দলটিই ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের বহু আকাক্সক্ষার ‘হেক্সা মিশন’ বাস্তবে রূপ দিতে পারবে। তবে এক্ষেত্রে আনচেলত্তির সামনে বড় বাধা হচ্ছে সময়। বিশ্বকাপ অভিযাত্রার আগে এ ইতালিয়ান কোচের হাতে সময় আছে মাত্র এক বছর। তবে রিভালদো টেনে এনেছেন সবশেষ বিশ্বকাপ জেতানো কোচ লুইস ফেলিপে স্কলারির উদাহরণ। ২০০২ বিশ্বকাপ জেতার আগে স্কলারিও দল গোছাতে সময় পেয়েছিলেন এক বছর।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে এই প্রথম পূর্ণ মেয়াদে কোনো ভিনদেশি কোচের হাতে উঠেছে জাতীয় দলের দায়িত্ব। ব্রাজিলের প্রথম পাঁচটি বিশ্বকাপ জয়ে স্থানীয় কোচরাই ছিলেন সাফল্যের নেপথ্যে। তবে সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্স ও ভক্ত-সমর্থকদের চাপে বিদেশি কোচ নিয়োগ অনিবার্য হয়ে পড়েছিল বলে মনে করেন রিভালদো। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে সফলতার অনন্য ইতিহাসের অধিকারী এবং দ্রুত ফল আনার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ একজন কোচ হিসেবে আনচেলত্তির স্তুতি গেয়েছেন এ কিংবদন্তি, ‘জাতীয় দলের খেলোয়াড়দের মূল্যায়নের জন্য যদি তাকে যথেষ্ট সময় ও সমর্থন দেওয়া হয়, তবে তিনি ব্রাজিলকে বহু প্রতীক্ষিত হেক্সাক্যাম্পিওনাতো (ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা) জয়ের পথে এগিয়ে নিতে পারবেন।’

গত ২৮ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হতাশাজনক হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নানা জল্পনার পর আনচেলত্তির অধীনে ব্রাজিল নতুন করে এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। ব্রাজিলের কোচ হিসেবে নতুন হলেও ব্রাজিলিয়ান ফুটবলারদের সঙ্গে সম্পর্কের জায়গাটা অনেক পুরনো এ ইতালিয়ানের। ফুটবলের ইতিহাসে এমন কিছু কোচ আছেন যাদের হাতে খেলে অসংখ্য কিংবদন্তি ফুটবলার বেড়ে উঠেছেন। কার্লো আনচেলত্তি সেই তালিকার এক শীর্ষস্থানীয় নাম, যিনি তার কোচিং ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে ৪০ জনের বেশি ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কাজ করেছেন।

এই তালিকায় আছেন ফুটবল ইতিহাসের কিছু সর্বশ্রেষ্ঠ নাম, যাদের মধ্যে রয়েছেন চারজন ব্যালন ডি’অর জয়ী কাকা, রোনালদিনহো, রিভালদো এবং রোনালদো নাজারিও। এসি মিলানের এ চারজনই সবশেষ ২০০২ ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন। আনচেলত্তি শুধু কিংবদন্তিদের সঙ্গেই কাজ করেননি, বর্তমান ব্রাজিল জাতীয় দলের ছয়জন নিয়মিত সদস্যকেও কোচিং করিয়েছেন, যারা এই সময়ে দেশের হয়ে মাঠ মাতাচ্ছেন। এরা হলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এনদ্রিক, এদের মিলিতাও, কাসেমিরো। সবাইকে তিনি পেয়েছেন রিয়াল মাদ্রিদে আর রিচার্লিসনকে আনচেলত্তি কোচিং করিয়েছেন এভারটনে। ব্রাজিলিয়ানদের মধ্যে আনচেলত্তি সবচেয়ে বেশি যাকে ব্যবহার করেছেন তিনি হলেন কাকা। এসি মিলান ও রিয়াল মাদ্রিদ মিলিয়ে ২৭০ ম্যাচে আনচেলত্তির মূল ভরসা ছিলেন কাকা। নতুন দায়িত্বে আগামী ২৬ মে রিও ডি জেনিরোতে  ইকুয়েডর ও প্যারাগুয়ে ম্যাচের জন্য নিজের প্রথম ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত