শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

৩০ বছর পর শীর্ষ স্তরে পিডব্লিউডি

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:১৪ এএম

দেশের ঘরোয়া ফুটবলের পুরনো নাম পিডব্লিউডি। স্বাধীনতার পর থেকেই ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা এই সরকারি সংস্থা গণপূর্ত অধিদপ্তরের ক্রীড়া দল অবশেষে ফিরছে ঘরোয়া কাঠামোর শীর্ষ আসরে। সোমবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এর আগে ১৯৯৪ সালে তখনকার শীর্ষ স্তর প্রিমিয়ার ডিভিশন লিগ থেকে অবনমিত হয়েছিল ক্লাবটি।

চ্যাম্পিয়নশিপ লিগে। ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পিডব্লিউডি আছে শীর্ষে। সমান ম্যাচে দুই ও তিনে থাকা আরামবাগের পয়েন্ট ৩৩ ও সিটি ক্লাবের ২৭। লিগে পিডব্লিউডির এখনো তিন ম্যাচ বাকি থাকলেও, তৃতীয় স্থানে থাকা সিটি ক্লাবের সঙ্গে ব্যবধান এতটাই বেশি যে বাকি সব ম্যাচে হারলেও অন্তত সেরা দুইয়ে থাকা তাদের নিশ্চিত।

ক্লাবটির ফুটবল দলের ম্যানেজার ও সংস্থার উপবিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ জানান, ‘আমাদের ক্লাবের সৃষ্টি ১৯৫৪ সালে। গতবার দীর্ঘ সময় লিগের শীর্ষে থেকেও প্রিমিয়ারে উঠতে পারিনি। এবার যদিও চ্যাম্পিয়ন হওয়া এখনো নিশ্চিত নয়, তবে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত হয়েছে। আমাদের তথ্য অনুযায়ী, ১৯৯৩-৯৪ মৌসুমের পর আমরা শীর্ষ লিগে আর খেলিনি। সেই হিসেবে দীর্ঘ ৩০ বছর পর আবার প্রিমিয়ারে ফিরছে পিডব্লিউডি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত