বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গর্বের পালক যোগ হলো। এপ্রিল ২০২৫-এর আইসিসি 'মেনস প্লেয়ার অব দ্য মান্থ' নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্যুতি ছড়িয়েছেন তিনি, পেয়েছেন এই আন্তর্জাতিক স্বীকৃতি।
তাতে প্রথমবারের মতো মাসসেরা খেলোয়াড়ের খেতাব জিতলেন মিরাজ। এর আগে বাংলাদেশ থেকে এই সম্মাননা অর্জন করেছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
২৭ বছর বয়সী এই অলরাউন্ডার পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটপ্রেমীদের ভোটে উঠে এলেন শীর্ষে।
পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, ‘আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া এক অসাধারণ অনুভূতি। ক্রিকেটার হিসেবে এই ধরণের স্বীকৃতি আত্মবিশ্বাস বাড়ায়। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পর এই পুরস্কারটিও আমার ক্যারিয়ারের জন্য দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ আমার সতীর্থ, কোচ ও ভক্তদের প্রতি—এই অর্জন সবার।’
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে মিরাজের সংগ্রহ ১১৬ রান, গড় ৩৮.৬৬। বল হাতে ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬!
সিলেটে প্রথম টেস্টেই দেখিয়েছেন কী ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। প্রথম ইনিংসে ৫/৫২, দ্বিতীয় ইনিংসে ৫/৫০—ব্যাক টু ব্যাক পাঁচ উইকেট। যদিও বাংলাদেশ শেষ পর্যন্ত তিন উইকেটে হেরে যায়।
তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে নিজের সামর্থ্যের পরিপূর্ণ বহিঃপ্রকাশ ঘটান মিরাজ। প্রথম ইনিংসে ১৬২ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের বড় সংগ্রহে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। পরে বল হাতে আবার ৫/৩২, যা বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা আনে।