চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার বা বিক্রি করা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। ফোন চুরি রোধে আরও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
সম্প্রতি ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ‘ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন’ নামের একটি নতুন ফিচারের।
এই ফিচার থাকায়, চুরি হওয়া ফোন জোরপূর্বক ফ্যাক্টরি রিসেট করার চেষ্টা করলেও সেটি আর ব্যবহার করা যাবে না। ফোনটি সম্পূর্ণ লক হয়ে যাবে, যা মূলত সেটিকে অকার্যকর করে তুলবে।
গুগল জানিয়েছে, যদি কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস চুরি হয়ে যায় বা সন্দেহজনকভাবে রিসেট করার চেষ্টা করা হয়, তবে নতুন এই সিস্টেম ফোনটিকে পুরোপুরি লক করে ফেলবে। তখন শুধুমাত্র সঠিক পাসকোড অথবা সংশ্লিষ্ট গুগল অ্যাকাউন্টের তথ্য ছাড়া ডিভাইসটি আর চালু করা সম্ভব হবে না।
যদিও ফিচারটির পূর্ণাঙ্গ প্রযুক্তিগত বিবরণ এখনো জানায়নি গুগল, তবে একটি স্ক্রিনশটে দেখা গেছে—ফ্যাক্টরি রিসেটের সময় যাচাইকরণে ব্যর্থ হওয়ায় ফোন লক হয়েছে—এমন বার্তা দেখাবে ডিভাইসটি।
এই উন্নত ফিচার ২০২৪ সালের মধ্যেই উন্মুক্ত করা হবে বলে জানায় গুগল। ধারণা করা হচ্ছে, এটি অ্যান্ড্রয়েড ১৬-এর চূড়ান্ত সংস্করণ কিংবা কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজের (QPR) অংশ হিসেবে যুক্ত হতে পারে।
তাছাড়া অ্যান্ড্রয়েড ১৬-তে গুগল এনেছে নতুন ডিজাইন ভাষা ‘মেটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’। এটি ব্যবহারকারীদের জন্য ইন্টারফেস আরও সহজ, প্রাণবন্ত ও রঙিন করে তুলবে। নতুন এই ডিজাইন অনুযায়ী ঘড়ি অ্যাপসহ অন্যান্য নেটিভ অ্যাপেও পরিবর্তন আসবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আপডেট ২০২৫ সালের জুন মাসেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।