শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

নিয়ন্ত্রণ হারাল মদ ভর্তি প্রাইভেটকার, কাড়াকাড়ি করে নিল পথচারীরা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৬:১২ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদ ভর্তি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে গেলে গাড়িতে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয় উপস্থিত জনতা। বুধবার (১৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চালক রোকনুজ্জামান মিয়াকে (২১) আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। 

জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ৬ জনকে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দেয় উপস্থিত  জনতা। কিছুক্ষণ যেতেই ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ সংলগ্ন সড়ক পাশের পিলারে ধাক্কা লেগে ফের নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এ সময গাড়িতে থাকা বিদেশি মদ কাড়াকাড়ি করে লুফে নেয় উপস্থিত জনতা। পরে প্রাইভেটকার তল্লাশি করে আরও ৫৬ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ। 

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘প্রাইভেটকার তল্লাশি করে ৫৬ টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। এ  বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত