বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বসিলায় গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক ১

আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৪১ পিএম

‎রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন এবং একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় নিহতের নাম- রাকিব (২৮)। তিনি ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। এছাড়াও মিলন (৩৫) নামে আরেক ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টায় মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিল। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘেরাও করে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করা হয়। গণপিটুনিতে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, সকালে স্থানীয়রা ছিনতাইরত অবস্থায় তাদের আটক করে গণপিটুনি দেয়। এ সময় তারা দুজনই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মেডিকেলে নিয়ে গেলে একজন মারা যায়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হচ্ছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত