অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নিপীড়ন বন্ধে কী ভূমিকা নেবে যুক্তরাষ্ট্র—সে বিষয়ে অন্তত ৩০ জন মার্কিন সিনেটর একটি প্রস্তাব উত্থাপন করেছেন। এতে বলা হয়েছে, ইসরায়েলকে গাজা থেকে অবরোধ তুলে নিতে কূটনৈতিক সব পথ ব্যবহার করে চাপ প্রয়োগ করতে হবে ট্রাম্প প্রশাসনকে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য পিটার ওয়েলচ এ বিষয়ে বলেন, ইসরায়েলি সরকার গত দুই মাসেরও বেশি সময় ধরে তাদের ক্ষমতার অপব্যবহার করে গাজার ক্ষুধার্ত ও বিপর্যস্ত জনগণের জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, জীবনরক্ষাকারী ক্যানসারের চিকিৎসা, ডায়ালাইসিস ব্যবস্থা এবং শিশুদের দুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাতে দিচ্ছে না—এগুলো আটকে রাখা হয়েছে। এ খবর জানিয়েছে আল–জাজিরা।
তিনি বলেন, ‘গাজায় বর্তমানে প্রায় পাঁচ লাখ ফিলিস্তিনি অনাহারের মুখোমুখি এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অথচ খাদ্য ও ওষুধভর্তি ট্রাক—যার অধিকাংশই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাঠানো ত্রাণ—সেগুলো গাজার সীমান্তে অপেক্ষমাণ অবস্থায় পড়ে আছে।’
সিনেটর ওয়েলচ আরও বলেন, ‘আমরা এমন কোনো সরকারি নীতিকে সমর্থন করতে পারি না, যা অনাহারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে কমপক্ষে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বর হামলা শুরুর পরও যুক্তরাষ্ট্র তাদের প্রধান মিত্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখেও ওয়াশিংটন কূটনৈতিকভাবে ইসরায়েলকে সুরক্ষা দিয়ে চলেছে।