কুড়িগ্রামের উলিপুরে মাঠ থেকে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে চামেলি রানী (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে গ্রামের মদন চন্দ্রের স্ত্রী চামেলী রানী খড়ের গাদা থেকে গরু গোয়াল ঘরে আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে একটি বকনা গরুও মারা যায়।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।