শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

অবসরের আগে শাস্ত্রীকে কোহলির ফোন; কী বলেছিলেন শাস্ত্রী?

আপডেট : ১৬ মে ২০২৫, ০২:২৩ পিএম

লাল বলের ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর ঘোষণার বেশ কয়েকদিন কেটে গেলেও আলোচনা থামছে না। এবার ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী জানালেন, অবসর ঘোষণার আগে কোহলির সঙ্গে তার কথা হয়েছে। একটা সময় কোহলি-শাস্ত্রী জুটি দারুণ সব সাফল্য এনে দিয়েছিলেন। তাই বড় সিদ্ধান্তের আগে শাস্ত্রীকে ফোন করেন কোহলি।

গত ১২ মে টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। সেই ঘটনা নিয়ে আইসিসিকে রবি শাস্ত্রী বলেন, ‘(অবসর ঘোষণার) সপ্তাহখানেক আগে কোহলির সঙ্গে কথা হয়। তার কোনো আক্ষেপ ছিল না। আমি দুই-একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল যে, অবসর নেওয়ার বিষয়ে তার কোনো দ্বিধা নেই। তাতে আমার মনে হয়েছিল, এটাই সঠিক সময়। কোহলির মন তার শরীরকে জানিয়ে দিয়েছিল সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে।’

বিরাট কোহলি হলেন ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টিতে। তার আগ্রাসী নেতৃত্ব ভারতের ক্রিকেট বদলে দিয়েছিল। শাস্ত্রী বলেন, ‘যদি কোহলি কিছু করার সিদ্ধান্ত নেয় তাহলে ১০০ শতাংশ উজাড় করে দেবে, যা সহজ নয়। একজন ক্রিকেটার নিজের কাজ করেই দায়িত্ব শেষ করে। কিন্তু মাঠে দল নামার পরে কোহলিকে দেখে মনে হয় যেন তাকেই সব উইকেট নিতে হবে, তাকেই সব ক্যাচ নিতে হবে, সব সিদ্ধান্তও নিতে হবে তাকেই। সবকিছুতে নিজেকে জড়িয়ে ফেলায় তার শরীরের ওপর ধকলও গেছে।’

শাস্ত্রী মনে করেন, কোহলি যেভাবে সবসময় প্রচারের আলোয় থাকেন, মাঠে নামলেই তার ওপর যে প্রত্যাশার চাপ থাকে –এতেও তার ওপর ধকল পড়ে। শাস্ত্রীর ভাষায়, ‘পুরো বিশ্বে তার ভক্ত ছড়িয়ে আছে। গত এক দশকে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অস্ট্রেলিয়া হোক, দক্ষিণ আফ্রিকা হোক, মানুষ কোহলিকে দেখার জন্য মাঠে আসে। তবে সে আমাকে অবাক করেছে। আমি ভেবেছিলাম, আরও দুই-তিন বছর কোহলি টেস্ট খেলে যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত