মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফুলবাড়ীর সড়কে ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

আপডেট : ১৭ মে ২০২৫, ০১:০৩ পিএম

দিনাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতের কোনো এক সময় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) ও বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা দুজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলের কর্মচারী ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটর সাইকেল যোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনা স্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত