বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রোহিতের অবসর নিয়ে গম্ভীরকে খোঁচা রবি শাস্ত্রীর

আপডেট : ১৭ মে ২০২৫, ০২:২৭ পিএম

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা। ফর্মহীনতার কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরের সিডনি টেস্টে রোহিত একাদশে ছিলেন না। তখন বলা হয়েছিল ‘ব্যক্তিগত কারণে’ খেলছেন না রোহিত। কিন্তু অনেকেই মনে করেন, নিজেকে বসানোর সিদ্ধান্ত রোহিতের নয়, ছিল প্রধান কোচ গৌতম গম্ভীরের। সেই ঘটনা টেনে এনে এবার গম্ভীরকে খোঁচা মারলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

আইসিসি রিভিউয়ে শাস্ত্রী বলেছেন, ‘রোহিতকে টসের সময় অনেকবার দেখেছি। টসের সময় খুব বেশি কিছু বলার জায়গা থাকে না। তবু একদিন একটা (আইপিএল) ম্যাচে তার কাঁধে হাত রেখে কথা বলেছিলাম। ম্যাচটা মুম্বাইয়ে হয়েছিল। সেদিন রোহিতকে বলেছিলাম, আমি কোচ থাকলে তোমাকে সেই ম্যাচে কখনও বসতে দিতাম না। তোমাকে খেলতেই হতো। কারণ সেটাই সিরিজের শেষ ম্যাচ ছিল।’

সিডনি টেস্টে না খেলায় গত বছরের মেলোবোর্ন টেস্টই রোহিতের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে গেছে। সেই বোর্ডার-গাভাস্কার সিরিজটি হেরেছিল ভারত। শাস্ত্রী বলেছেন, ‘আমি এমন মানুষ নই যে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেই হাল ছেড়ে দেব! যদি তোমার হাল ছেড়ে দেওয়ার মানসিকতা থেকেও থাকে, তাহলে সেটা দেখানোর জন্য সেটা সঠিক মঞ্চ ছিল না। একেকজনের ভাবনাচিন্তা একেকরকম। অনেকদিন ধরেই কথাটা মনে চেপে রেখেছিলাম, রোহিতকে বলে দিয়েছি।’

অনেকেই মনে করছেন, নাম উচ্চারণ না করে গম্ভীরকেই খোঁচা মেরেছেন শাস্ত্রী। জনপ্রিয় এই ধারাভাষ্যকার আরও বলেছেন, ‘সিডনির ওই ম্যাচে ৩০-৪০ রানের খেলা ছিল। সেটাই রোহিতকে বলেছিলাম। সিডনির উইকেট রান করার পক্ষে আদর্শ ছিল। খারাপ ফর্মে থাকা রোহিতের রানে ফেরার জন্য সঠিক উইকেট। সে যদি ক্রিজে এসে উইকেট এবং কন্ডিশন বুঝে খেলতে পারত, তাহলে অনায়াসে ৩৫-৪০ রান করে ফেলত। সিরি‌জেও সমতা ফিরতে পারত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত