শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পেশাদার যুগে প্রথমবার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:৪৬ পিএম

আগেই সমীকরণটা জানা ছিলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ শনিবার ফর্টিসের কাছে আবাহনী হারলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহামেডান। সেটিই হলো। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে।

বাংলাদেশের শীর্ষ ফুটবল লিগে ২২ বছর পর আবারও শিরোপা জিতল মোহামেডান। আর প্রথমবারের মতো জিতল পেশাদার ফুটবল লিগের শিরোপা। পেশাদার ফুটবল লিগ শুরু হয় ২০০৭ সাল থেকে।

এবারের লিগে আবাহনীর এটি তৃতীয় হার। ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৮। ১০ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে মোহামেডান। বাকি থাকা তিন রাউন্ড থেকে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেতে পারে আবাহনী।

নিজেদের ক্লাবে বসে আবাহনী-ফর্টিস ম্যাচের দিকে নজর রাখছিলোেন মোহামেডানের খেলোয়াড়রা। সমর্থকরাও আনন্দ উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছিলোেন। আবাহনীর হার নিশ্চিতের সঙ্গে সঙ্গে তারা আনন্দ মিছিলো করেন। চ্যাম্পিয়ন হওয়ার পর মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে দেশ রূপান্তরকে বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার আগে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিলো। এখন ম্যাচটা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। মোহামেডান এখন চ্যাম্পিয়ন, দীর্ঘ ২২ বছর পর। খুবই সুন্দর অনুভুতি। আমরা শুরু থেকে অনেক পরিশ্রম করেছি, অনেক ঘাটতি ছিলোো আমাদের। কিন্তু দিনশেষে আমরা চ্যাম্পিয়ন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

ক্লাব প্রাঙ্গনে মোহামেডানের সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের উল্লাস।

ম্যাচের ১৯ মিনিটে পেনাল্টি থেকে ফর্টিসকে এগিয়ে নেন পা ওমর। ৭৫ মিনিটে ওমর সজিব লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। তবে দুই মিনিট পরই ইসা জালো ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে আবাহনী এক গোল শোধ দেয়। ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে তারা। তবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আসল উদযাপনটা করেন মোহামেডানের সমর্থকরা। 

মোহামেডানের এমন সাফল্যের পর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসলে আমাদের পুরো দলটা তাদের শৃঙ্খলার কারণেই চ্যাম্পিয়ন হয়েছে। অনেক দিক দিয়ে আমাদের সমস্যা ছিলোো। আর্থিক দিক দিয়ে ছিলোো, আমাদের কোনো ভালো গ্রাউন্ড ছিলোো না। ২০১৯ এর পরে আমাদের এই ক্লাবের সাবেক খেলোয়াড় যারা ছিলোেন, জনি ভাই, সাব্বির ভাই, কানন ভাই সবাই একটা ফ্যামিলি হয়ে কাজ করেছি। গত চার বছর ধরে একটা কমপ্যাক্ট টিম হয়ে ছিলো মোহামেডান।’ 

নকীব যোগ করেন, ‘বিশেষ করে বিদেশি খেলোয়াড় সুলেমান, শেষ ৬ বছর ধরে মোহামেডানের হয়ে খেলছে। মোজাফফর ছিলোো, টনি ছিলো, সানডে ছিলো সবাই দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আমাদের কোচ আলফাজ, খেলোয়াড়দের সঙ্গে তার সুসম্পর্ক ছিলোো। সব মিলিয়ে একটা কম্বাইনড টিম ছিলো বলে এ রেজাল্ট মোহামেডান করতে পেরেছে। আমরা নিজেরাও এটা আশা করিনি যে তিন ম্যাচ বাকি থাকতে আমরা চ্যাম্পিয়ন হবো। আমাদের সমর্থকদের সহযোগিতা ছিলোো। আসলে শৃঙ্খলা ঠিক থাকলে কিছু একটা যে পাওয়া যায় সেটাই আল্লাহ আমাদের দেখিয়েছেন। ২২ বছর পর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সবাই খুব খুশি।’

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত