টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। গত এক সপ্তাহ ধরে ক্রিকেট দুনিয়ায় এটাই সবচেয়ে আলোচিত খবর। এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলির দশম শ্রেণির সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন) পরীক্ষার মার্কশিট। বিষয়টিকে সামনে এনেছেন আইএএস কর্মকর্তা জিতিন যাদব।
২০০৪ সালে সালে দিল্লির এ=২ পশ্চিম বিহারে অবস্থিত স্যাভিয়র কনভেন্ট সেকেন্ডারি স্কুল থেকে দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা দিয়েছিলেন কোহলি। ভারতে এই পরীক্ষাকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। ২১ বছর আগে কোহলির দেওয়া সেই পরীক্ষার মার্কশিট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতিন যাদব লিখেছেন, ‘নম্বরই যদি সব হতো, তাহলে গোটা দেশ তাকে অনুসরণ করত না। উদ্দীপনা আর নিষ্ঠাই আসল।’
মার্কশিটে দেখা যায়, কোহলি সবচেয়ে বেশি ৮৩ নম্বর পেয়েছেন ইংরেজিতে। ভারতীয় ক্রিকেটারদের মাঝে তার ইংরেজি জ্ঞানটা এখনও দুর্দান্ত। আর সবচেয়ে কম ৫১ নম্বর পেয়েছেন গণিতে। এছাড়া সমাজবিজ্ঞানে ৮১, হিন্দিতে ৭৫, ইন্ট্রোডাক্টরি আইটিতে ৭৪ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে ৫৫ নম্বর পেয়েছেন। ইন্ট্রোডাক্টরি আইটির তত্ত্বীয় অংশে ১৬ নম্বর পেলেও ব্যবহারিক মিলিয়ে তার প্রাপ্ত নম্বর ৬৯.৮৩ শতাংশ।