বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শিরোপা নিশ্চিতের পর মৌসুমে প্রথম হার বার্সেলোনার

আপডেট : ১৯ মে ২০২৫, ০৯:৪৬ এএম

আগের ম্যাচেই লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। তবে পরের ম্যাচেই পেতে হলো পরাজয়ের তেতো স্বাদ। ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলে হেরে গেছে হান্সি ফ্লিকের দল। চলতি বছরে লা লিগায় এটাই বার্সেলোনার প্রথম হার। ৩৭ ম‍্যাচে বার্সার পয়েন্ট হলো ৮৫।

রবিবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। নিকোলাস পেপের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন পেরেজ। গোল খেয়ে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ৩৮তম মিনিটে গার্সিয়ার থেকে বল পেয়ে দুর্দান্ত গোলে সমতা ফেরান লামিনে ইয়ামাল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গার্সিয়ার ক্রস থেকে বল পেয়ে বার্সাকে এগিয়ে দেন ফিরমিন লোপেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরায় ভিয়ারিয়াল। ৫০তম মিনিটে ইয়েরেমি পিনোর পাস ধরে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান সান্তি কোমেসানা। ৮০তম মিনিটে সের্হি কার্দোনার ক্রসে খুব কাছ থেকে গতিময় শটে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন তাহন বুকানন। বাকি সময়ে চেষ্টা করলেও হার এড়াতে পারেনি বার্সেলোনা। এই জয়ে পরের মৌসুমে চ‍্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল ভিয়ারিয়াল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত