জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক গোডাউন থেকে ১০২ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার (১৯ মে) রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড় এলাকার চাল ব্যবসায়ী আলী হোসেনের গোডাউন থেকে চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি।
চাল ব্যবসায়ী মো. আলী হোসেন ওই এলাকার মৃত লাল মাহমুদের ছেলে। তিনি স্থানীয় জয়নাল আবেদীনের গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ওই এলাকায় চালের ব্যবসা করে আসছেন।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড়ে ব্যবসায়ী আলী হোসেনের গোডাউনে অবৈধভাবে চাল মজুদের খবরে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় অবৈধভাবে মজুত করা ৫০ কেজি ওজনের ১০২ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধার করা চালের বস্তা পরিবর্তন করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা স্মৃতি উপস্থিত ছিলেন। জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুত করা ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।