বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন আগা সালমান। বাদ পড়েছেন দুই ব্যাটিং স্তম্ভব বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। এছাড়া পেস তারকা শাহিন শাহ আফ্রিদিও জায়গা পাননি। তবে সুযোগ পেয়েছেন এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহান।
২০১৮ সালে অভিষেকের পর পাকিস্তানের হয়ে মাত্র ৯টি টি-টোয়েন্টি খেলেছেন সাহিবজাদা, করেছেন মাত্র ৮৬ রান। গত ১৪ মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে। ওই আসরের ৭ ম্যাচে মোট ৪০টি ছক্কা মেরেছিলেন সাহিবজাদা! তার উপাধি হয়ে যায় ছক্কা মেশিন। তিন সেঞ্চুরি, ২ ফিফটিতে আসরে সর্বোচ্চ ৬০৫ রান করে ফের জাতীয় দলের নির্বাচকদের নজরে আসেন।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাহিবজাদার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে ১৬২*, যা টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল ২৮২, দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি! এতেই বোঝা যায়, সাহিজাদা কী ভয়ংকর ব্যাটিংটাই না করেছেন। চলতি পিএসএলেও এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এই সাহিবজাদা। ১৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৩৯৪ রান। সর্বশেষ ম্যাচে খেলেছেন ৪১ বলে ৭৩ রানের ইনিংস।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বেশেষ সিরিজ থেকে আরও বাদ পড়েছেন ওমর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে শুরু হতে যাচ্ছে মাইক হেসনের যুগ। তবে কতদিন তিনি কোচের পদে টিকে থাকতে পারেন- সেটা বড় প্রশ্ন বটে। সিরিজের সূচি এখনো প্রকাশিত হয়নি।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।