আইপিএলের শেষভাগে এসে হুট করেই বৃষ্টি আইনে পরিবর্তন আনা হয়েছে। বৃষ্টির প্রকোপ এড়িয়েও যাতে সম্পূর্ণ ম্যাচ আয়োজনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। এই নিয়ম চালুর ঘোষণায় বেজায় চটেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তাদের দাবি, আরও আগে এই নিয়ম চালু করা হলে তারা প্লে-অফে খেলতে পারত।
বিসিসিআই জানিয়েছে, ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম ৫ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় একঘণ্টা বাড়ানো হয়েছে। এখন বাংলাদেশ সময় সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করা হবে। বৃষ্টির মৌসুম শুরু হওয়ায় আইপিএলে একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা আছে। তাই এই সিদ্ধান্ত। কিন্তু এই যুক্তি মানতে নারাজ কলকাতা কর্তৃপক্ষ।
বৃষ্টিতে এবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা। পাঞ্জাব এবং বেঙ্গালুরুর বিপক্ষে তাদের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। ওই দুটি ম্যাচ জিততে পারলে তারা নিশ্চিতভাবেই প্লে-অফের দৌড়ে থাকত। নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোরের বক্তব্য, ‘মৌসুমের মাঝপথে কোন কোন ক্ষেত্রে নিয়মের পরিবর্তন প্রয়োজন হয়, সেটা আমরা জানি। তাই আমরা মনে করি, নিয়ম চালুর ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত।’
বেঙ্কি মাইসোর আরও বলেছেন, ‘আইপিএল পুনরায় শুরুর পরই বোঝা গিয়েছিল যে ১৭ মে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভাসবে। ওই সময় নতুন নিয়ম থাকলে অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজন করা যেত। কিন্তু ওই ম্যাচের পরেই নাইট রাইডার্সের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। তাই এ্ই ধরনের টুর্নামেন্টে এমন হুটহাট করে নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা মোটেও কাম্য নয়। আশা করি বুঝতে পারছেন, কেন আমরা ক্ষুব্ধ!’