পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির আওতায় আজ শুরু হচ্ছে দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের টিকিট বিক্রি। ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে এবার শতভাগ আসনের টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে।
রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে, আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি।
রেলওয়ের ঈদসংক্রান্ত কর্মপরিকল্পনা অনুযায়ী, এবারের ঈদে শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন থাকবে ৩৩ হাজার ৩১৫টি। ঈদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এই টিকিট বিক্রি চলছে ধাপে ধাপে।
পরিকল্পনায় বলা হয়েছে, ঈদের আগে ৭ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি করা হবে বিশেষ ব্যবস্থায়। এর মধ্যে ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে; আজ ২২ মে বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট। এছাড়া ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে ৩ জুনের, ২৫ মে ৪ জুনের, ২৬ মে ৫ জুনের এবং ২৭ মে বিক্রি হবে ৬ জুনের ট্রেনের টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই টিকিটগুলো ফেরত দেওয়ার সুযোগ থাকছে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির ফলে যেমন দুর্ভোগ কমবে, তেমনি প্রতারণা ও কালোবাজারি রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।