কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন কমুয়া সীমান্ত দিয়ে এ পুশইনের ঘটনা ঘটে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুশইন করা ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং সাতজন শিশু রয়েছে। সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা।
এ বিষয়ে কুমিল্লা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করার সময় ১৩ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিরা বিজিবির হেফাজতে আছেন। যাচাই–বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।