ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম ১-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জিতেছে। টটেনহ্যামের অধিনায়ক সন হিয়ুং মিন। ১০ বছর ইংলিশ ক্লাবে থেকে এটিই তার প্রথম শিরোপা। সনের জাতীয় দল দক্ষিণ কোরিয়া, অর্থাৎ সন একজন এশিয়ান খেলোয়াড়।
পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে সনই কি একমাত্র এশিয়ান খেলোয়াড় যিনি ইউরোপিয়ান ট্রফি জিতলেন? উত্তর হচ্ছে না।
এশিয়ান খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার কৃতীত্ব আছে দক্ষিণ কোরিয়ারই পার্ক জি সুং এর। দক্ষিণ কোরিয়ার সাবেক এই ফুটবলার ২০০৮ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন।
সনের আগে আগে এশিয়ান হিসেবে ইউরোপার ট্রফি জিতেছেন দক্ষিণ কোরিয়ার আরও এক খেলোয়াড়। তিনি হলেন চা বাম-কুন। তিনি দুবার উয়েফা কাপ জিতেছেন, ১৯৮০ তে ফ্রাঙ্কফুর্টের হয়ে এবং ১৯৮৮ তে লেভারকুজেনের হয়ে। উয়েফা কাপই বর্তমানে ইউরোপা লিগ নামে পরিচিত। জাপানের শিনজি ওনো ফিয়েনুর্দের হয়ে ২০০২ সালে উয়েফা কাপ জিতেছেন।
২০২২ সালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট জেতে ইউরোপা লিগ। সেই স্কোয়াডে ছিলেন দুই জাপানি খেলোয়াড় মাকোতো হাসেবে ও দাইচি কামাদা।
তবে সন বাকি এশিয়ানদের চেয়ে একটা জায়গায় বিশেষ হয়ে থাকবেন। সনই প্রথম এশিয়ান ফুটবলার যিনি অধিনায়ক হিসেবে ইউরোপের কোন মেজর টুর্নামেন্টের ট্রফি জিতলেন।