নাটোরের সিংড়ায় খাদ্য অধিদপ্তরের লেখাযুক্ত প্রায় ১৬ টন চাল জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২১ মে) রাতে সিংড়া বাসস্ট্যন্ড এলাকা থেকে এই চাল জব্দ করে সেনা ক্যাম্পে নেয়া হয়। পরে বৃহস্পতিবার (২২ মে) রাতে জব্দকৃত চাল সিংড়া থানা হেফাজতে রেখেছে সেনাবাহিনী।
জব্দকৃত দুই গাড়িতে ৩০ কেজি ওজনের বস্তায় ১৬ টন ২১০ কেজি চাল রয়েছে।
জানা যায়, বুধবার রাতে দুটি গাড়িতে পলিথিন মোড়ানো খাদ্য অধিদপ্তর লেখা চাল সিংড়া বাজার থেকে নাটোরের দিকে যাওয়ার পথে রাস্তায় টহলকৃত সেনাবাহিনী গাড়ি দুটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু গাড়ির চালকরা সঠিক তথ্য দিতে না পারায় দুই গাড়ি ভর্তি চাল জব্দ করে সেনা কাম্পে নেয়া হয়। জব্দকৃত চাল কিনে সিংড়া থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন সিংড়া বাজারের চাল ব্যবসায়ী মেসার্স রাজু এন্টার প্রাইজের মালিক রেজাউল করিম রাজু।
তবে রেজাউল করিম রাজু বলেন,‘সরকারি বিভিন্ন বরাদ্দকৃত কাবিখাসহ মেম্বার ও চেয়ারম্যানদের কাছে থেকে তিনি এই চাল কিনে নাটোরে বিক্রি করেন। জব্দকৃত চাল তার বৈধ চাল।’
সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘জব্দকৃত চাল সেনাবাহিনী থানা হেফাজতে রেখে গেছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’