শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:৩৫ পিএম

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। ব্যক্তিগত মান-অভিমান, ক্ষোভ থেকে ১৮ কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মামুনুল হক বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এরই মধ্যে ফ্যাসিস্টরা নানা রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নিজেদের ভেতর দ্বন্দ্ব সংঘাত উস্কে দিয়ে ফ্যাসিবাদের দোসরদের সুযোগ দিচ্ছি, পুনর্বাসন করছি আমরা নিজেরাই। তাই জুলাইয়ের চেতনা শানিত করে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলায় মতভেদ ভুলে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা এবং হেফাজতসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে। মব সৃষ্টি করে দাবি আদায়ের কালচার চলতে থাকলে দেশ গড়া সম্ভব হবে না।

সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করা প্রয়োজন। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে।

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ছাত্রনেতাদের অযথা কোনো বাগবিতণ্ডায় জড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন মামুনুল হক। ছাত্রনেতাদের এসব এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের ত্যাগ ও কুরবানি, জুলাই-আগস্টের বিপ্লবে ঐতিহাসিক নেতৃত্ব এ দেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে। কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন কর।

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। হেফাজতে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে আহ্বান জানায়। এতে সরকার ব্যর্থ হলে আমরা ঘরে ঘরে গিয়ে তাদের অধিকার আদায়ে কাজ করবো। নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদ মতবাদ বাদ দিতে হবে। নারী সংস্কার কমিশনের কুপ্রস্তাবে সরকার রাজি হবে না বলে আমাদের বিশ্বাস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত