মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে শতাধিক গরু। একের পর এক ভেসে উঠছে মরা গরু। বিশাল ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ভুক্তভোগীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
শুক্রবার (২৩ মে) বিকাল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের মেঘনায় চরাঞ্চলের ভাটি বলাকী গ্রামের খালে এই ঘটনা ঘটে।
জানা যায়, মেঘনা নদী বেষ্টিত গ্রামের সবাই চরে ঘাস খাওয়ার জন্য প্রতিদিনের মত গোয়াল ঘর থেকে গরু গুলো ছেড়ে দেয় সকালে। কিন্তু বেলা ৩টার মধ্যে গরুগুলো বাড়িতে ফিরে না আসায় খালের পাড়ে যায় একাধিক গরুর মালিক। তখন তারা দেখেন গরুগুলো ভেসে যাচ্ছে, কোথাও মরে পড়ে আছে। তখন তারা গ্রাম বাসীকে খবর দেন।
গ্রামের সুজন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা হতভাগ, বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের তালিকায় গ্রামের এমার ২টা, মহাসিন ৫টা, ইয়ানুর ৩টা, রনির ১টা, নাহিদের ৩টা, হানিফা ২টা, মনার ২টা, শরীফ ৩টা, তরিকুল ২টা, কবির খান ৩টা, আবুল হোসেন ৩টা, শাহাজালাল ৩টাসহ অর্ধশত মরা গরু উদ্ধার হয়। যাদের অধিকাংশই হত দরিদ্র।
৫টি গরু হারিয়ে বাকরুদ্ধ মহাসিন ছিল নির্জীব, কথা বলতে পারেন নাই।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার বলেন, খবর পেয়েই আমরা সহ কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এক যোগে কাজ করছি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, আমরা কাজ করছি, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।