মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চাঁদপুর লঞ্চঘাটে মাদকসহ ২ জনকে আটক কোস্ট গার্ডের

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:৩৫ এএম

চাঁদপুর সদর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের সদস্যরা সদর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী অগ্রদূত প্লাস লঞ্চে তল্লাশি করে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুজন মাদকপাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁদপুরের মো. বাহাদুর (৪৮) এবং কুমিল্লার আরিফুর রহমান ইশান (২২)। পরে আটককৃত মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত