শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রিশাদের ‘দোভাষী’ হয়ে অনর্গল উর্দু বললেন সাকিব!

আপডেট : ২৪ মে ২০২৫, ১১:৫০ এএম

সাকিব আল হাসান ইংরেজিটা বেশ পারেন সেটা সবাই জানে, তবে তিনি যে উর্দুতেও পাকা- তা কে জানত? চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাকিবের মুখে শোনা গেল অনর্গল উর্দু! লাহোর কালান্দার্সের সতীর্থ রিশাদ হোসেনের কথা অনুবাদ করতে গিয়েই সাকিবকে উর্দু বলতে হয়েছে। এখন পর্যন্ত পিএসএলে তার পারফর্মেন্স ভালো না হলেও উর্দু বলে আলোচনায় এসেছেন সাকিব।

রিশাদ হোসেন আগে থেকেই লাহোর কালান্দার্সে ছিলেন। তবে গত ৮ মে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ স্থগিত হয়ে যায়। তখন খানিকটা দুশ্চিন্তা তৈরি হলেও শেষমেশ দেশে ফেরেন রিশাদ। এরপর আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি আবারও যোগ দেন লাহোর কালান্দার্সে। লাহোর কর্তৃপক্ষ তাকে সাদরে বরণ করে নেয়।

লাহোরের ফেসবুক পেইজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, অধিনায়ক শাহিন আফ্রিদিসহ বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা মাঠে দাঁড়িয়ে আছেন। রিশাদকে অভিবাদন জানান দলটির ম্যানেজার সামিন রানা। এসময় রিশাদ বাংলায় বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, এটা আমাদের লক্ষ্য। এ ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব আজকে, ২৫ তারিখেও।’

রিশাদের বক্তব্য তক্ষুণি উর্দুতে অনুবাদ করে দেন সাকিব। বাংলাদেশের এই মহাতারকার মুখে উর্দু শুনে দলের সবাই চেঁচিয়ে ওঠেন। হাততালি দিয়ে রিশাদকে স্বাগত জানান সবাই। উল্লেখ্য, চলতি পিএসএলে তিন ম্যাচের ২ ইনিংসে ব্যাট করে শূন্য রানে আউট হয়েছেন সাকিব। তবে তার দল উঠে গেছে ফাইনালে। আগামীকাল রবিবার রাতে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত