বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

আপডেট : ০১ জুন ২০২৫, ০৯:২৮ এএম

লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাতে শহরের আলোরুপা মোড়ে অবস্থিত কার্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ১১টার দিকে সাতটি মোটরসাইকেলে ১৪-১৫ জন লোক জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লুটপাট করে। সেইসাথে কিছু জিনিসপত্র বাহিরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী মার্কেটের দোকানদার ও স্থানীয়রা ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে যায় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র। এরই মধ্যে লুট হয়ে যায় টেলিভিশনসহ বেশ কিছু জিনিসপত্র।

এ বিষয়ে লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। তবে কারা এ ঘটনায় ঘটাতে পারে সে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এ সময় বিষয়টি দলীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত