লিগ পর্বে পয়েন্ট তালিকার ওপরে থাকা দলগুলো নকআউট পর্বে 'হোম অ্যাডভান্টেজ' অর্থাৎ ঘরে খেলার বাড়তি সুবিধা দিতে চায় উয়েফা। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে এ নিয়ম কার্যকর হবে বলে খবর ইএসপিএন এর।
৩৬ দল নিয়ে প্রথম আয়োজিত চ্যাম্পিয়নস লিগের নতুন সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে উন্মুক্ত লটারির মাধ্যমে ঠিক করা হয়েছিল।
এবারের মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও পিএসজি, ইন্তার মিলান ও বার্সেলোনা। লিগ পর্বে পিএসজি হয়েছিল ১৫তম, আর্সেনাল তৃতীয়। ওদিকে মিলান হয়েছিল চতুর্থ আর বার্সেলোনা দ্বিতীয়। অথচ সেমিতে ফিরতি লেগে ঘরের মাঠে খেলেছে পিএসজি ও ইন্তার।
ইএসপিএন জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুম থেকে লিগ পর্বে যে দলগুলো সবচেয়ে ভালো অবস্থানে থাকবে নকআউট পর্বে, তারা ফিরতি লেগ খেলবে ঘরের মাঠে। এবার শুধু শেষ ষোলোর বেলায় ছিল এই নিয়ম।
ইএসপিএন জানিয়েছে, আগামী ২৮ আগস্ট লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই এক ভার্চ্যুয়াল বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেবে উয়েফার নির্বাহী কমিটি। নিয়মটি পাল্টানো হলে লিগ পর্বে যতটা সম্ভব ভালো অবস্থানে থেকে শেষ করতে চাইবে দলগুলো।