সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সুপ্রিম কোর্টে বরাদ্দ বাড়লেও কমেছে আইন বিভাগে

আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:৫১ এএম

২০২৫-২৬ অর্থবছরের বাজেট গতকাল সোমবার পেশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের পরিচালনব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫০ কোটি টাকা।

এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ১৫ কোটি টাকা।

এর মধ্যে পরিচালনব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১২ কোটি টাকা এবং উন্নয়নব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি টাকা। অর্থাৎ সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৬৫ কোটি টাকা।

পর্যালোচনায় দেখা যাচ্ছে, গতবারের বাজেটের (২০২৪-২৫ অর্থবছর) চেয়ে এবার সুপ্রিম কোর্টে ২ কোটি টাকা বেশি বরাদ্দ বেড়েছে। যদিও গতবারের সুপ্রিম কোর্টের জন্য সংশোধিত বাজেট ছিল ২৫২ কোটি টাকা।

অন্যদিকে আইন ও বিচার বিভাগের বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে, গতবারের প্রস্তাবিত বাজেটের চেয়ে এবার বরাদ্দ কমেছে ৭ কোটি টাকা। যদিও আইন ও বিচার বিভাগের জন্য গতবারের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১ হাজার ৯২২ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বাজেট বাড়লেও কমেছে আইন ও বিচার বিভাগের বাজেট।

এ ছাড়া লেজিসলেটিভ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ২ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। এবার এই বিভাগে বরাদ্দ হয়েছে ৪৭ কোটি টাকা।

গতবারের বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ ছিল ৪৫ কোটি টাকা। যদিও গতবারের সংশোধিত বাজেটে এই বিভাগের জন্য বরাদ্দ ছিল ৫২ কোটি টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত