বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি বগুড়ার সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল গ্রেপ্তার হয়েছেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক অভিযানে সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের সূত্রাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মফিজুল ইসলাম পটল সারিয়াকান্দি উপজেলার দারুনা গ্রামের বাসিন্দা। তিনি সারিয়াকান্দি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি প্রয়াত সাবেক সাংসদ আব্দুল মান্নানের ভাগিনা।
মঙ্গলবার (৩ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, মফিজুল ইসলাম পটলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থা গ্রহন করে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।