২০২৭ সালে নতুন কারিকুলামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে ইলেভেন শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমে নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি মাত্র দুই মাস হলো। এর মধ্যে সরকারের অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। জুলাই-আগস্টের পর অনেক বিশ্ববিদ্যালয় ভিসি শূন্য হয়ে পড়ে। কিছুটা হলেও সেগুলো পূরণ করা হয়েছে। আগামীতে ভিসি নিয়োগের জন্য একটি উচ্চ পর্যায়ের প্যানেল গঠন করা হয়েছে।
উপদেষ্টা বলেন, গত ৭ মার্চ আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে কয়েকটি ন্যায় সংগত ও মৌলিক দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যতটুকু সময় পাব সঠিকভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।
অধ্যাপক রফিকুল আবরার বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষায় কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় ৬২টি প্রকল্পের আওতায় ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
উপদেষ্টা আরো বলেন, সারা দেশে ১ হাজার ৫১৯টি মাদরাসাকে এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।