রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুরে দুস্থ-অসহায়দের মাংস ও খাদ্যসামগ্রী দিল রেডক্রিসেন্ট

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৩:২৬ পিএম

ঈদুল আজহায় দুস্থ-অসহায়দের মাঝে মাংস ও খাদ্যসামগ্রী দিয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট। রবিবার (৮ জুন) সকালে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. সোহাগ। দুস্থ-অসহায় ৮০ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় ৮০ জন পরিবারের প্রত্যেকের মাঝে দেড় কেজি গরুর মাংস, চাল, আলু, তেল, পেঁয়াজসহ রান্না সামগ্রী দেওয়া হয়।

এ সময় জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান জিলানী, সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মুফতী মো. মঞ্জুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মো. সাঈদ বিন আনোয়ার সজিব এবং মীর ইসহাক হাসান ইখলাসসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, আমরা কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় অসহায় ভুক্তভোগী ৮০ পরিবারে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ করেছি। এ ছাড়া আমার ইউনিটের পক্ষ থেকে চাল, তেল, আলু, লবণ, পেঁয়াজসহ মসলা সামগ্রী দেওয়া হয়েছে। আশা করি আগামী দিনেও যেকোনও দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকবে জামালপুর রেডক্রিসেন্ট ইউনিট।

ভুক্তভোগী সৈয়দা দুলালী বলেন, রেড ক্রিসন্টে থেকে দেড় কেজি গরুর মাংস, চাল, তেল, আলু, পেঁয়াজসহ অনেক কিছু পাইছি। ঈদে তো আমরা কিছুই কিনে খেতে পারি না। এই সব পেয়ে অনেক খুশি।

অসহায় হান্নান বলেন, খুব খুশি হয়েছি। আমাদের মতো পরিবারে যখন ঈদ আনন্দ থাকে না তখন রেডক্রিসেন্ট থেকে যা দিয়েছে তাতেই পরিবারের সবার চলে যাবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত