বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হামজাকে শুভেচ্ছা জানালেন সাকিব

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৭:০৭ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার হামজা চৌধুরীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

শুভেচ্ছাবার্তায় সাকিব আল হাসান লিখেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।’

সাকিবের কাছ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে হামজা বলেন, ‘আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক কিছু। কারণ— তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড।’

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই  ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ।’ 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত