বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

মুকসুদপুরে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলা

আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর মোরশেদের ওপর সোমবার (৯ জুন) আনুমানিক রাত ১০টার দিকে তার নিজ বাড়ির সামনে কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী নৃশংসভাবে হামলা চালায়। 

সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে মাথা ও দুই পায়ের রগ কেটে গুরুতর রক্তাক্ত ও জখম করে। স্থানীয় লোকজন তার চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মঞ্জুর মোরশেদ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  

এলাকাবাসী এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য জানা যায়নি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত