জামালপুরের সরিষাবাড়ীতে বিনোদন পার্কে ঘুরতে গিয়ে ওয়াচ-টাওয়ার থেকে লাফ দিয়ে ইমতিয়াজ আকুল নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) বিকালে সরিষাবাড়ী পৌর শহরের সাতপোয়া এলাকার স্বপ্নীল পার্ক নামে একটি বিনোদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ আকুল মিয়া পৌর শহরের সাতপোয়া এলাকার সামছুল হকের ছেলে এবং তিনি পৌরসভার ১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে ওই বিনোদন পার্কে ঘুরতে যান। বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরির একপর্যায়ে তাদের অগোচরে পার্কের ওয়াচ-টাওয়ারে উঠেন তিনি। পরে ওই ওয়াচ-টাওয়ারে উপর থেকে পানিতে লাফ দেন। বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওয়াচ-টাওয়ার সংলগ্ন জমে থাকা পানির নিচে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্বপ্নীল পার্কের স্বত্বাধিকারী রুহুল আমিন সেলিম বলেন, ‘পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোনো দর্শনার্থীর সেই নিয়ম ভেঙে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত রয়েছে। ঘটনার সময় আমি পার্কে ছিলাম না।’
এ নিয়ে সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. খাইরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘দলের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন আকুল মিয়া। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউ মেনে নিতে পারছি না।’
এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'