বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

হেরেই গেলেন হামজারা

আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:১৩ পিএম

বহুল আকাঙ্খার ম্যাচে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে তিন পয়েন্ট খোঁয়াতে হলো বাংলাদেশকে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করলেও আজ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরে গেছে ১-২ গোলের ব্যবধানে।

এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশ পরিবর্তন আনে কাজেম শাহের বদলে শাহরিয়ার ইমনকে নামিয়ে। তিন মিনিটের মাথায় ম্যাচের নায়ক হতে পারতেন ইমন। বাম প্রান্ত দিয়ে রাকিবের বাড়ানো দারুণ ক্রসে যদি শুধু পা ছোঁয়াতে পারতেন। এক মিনিট পর আবার আক্রমণ হানে বাংলাদেশ। এবার ডান পাশ দিয়ে। সেই আক্রমণও সফল হয়নি।

উল্টো ম্যাচের ৫৮ মিনিটে হজম করতে হয় আরও এক গোল। সম্মিলিত আক্রমণ থেকে বাংলাদেশের বক্সে আঘাত হানে সিঙ্গাপুর। প্রথম চেষ্টা প্রতিহত করেন অধিনায়ক তপু বর্মন। দ্বিতীয় দফায় বক্সের বাইরে থেকে শট নেন হামি শেয়াহিন। মিতুল সেটা প্রতিরোধ করেন। রিবাউন্ডে বল যায় ইখসান ফান্দির পায়ে।  হৃদয় তার সামনে গিয়ে ঠেকানোর চেষ্টা করলেও সফল হননি। ডান পায়ে নেওয়া ফান্দির শটে বলের গন্তব্য হয় বাংলাদেশের জালে।

৬৩ মিনিটে সুযোগ পেয়ে গোলমুখে ভালো শট নিয়েছিলেন ইমন। সে যাত্রায় দেয়াল হয়ে দাঁড়ান সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান মাহবুদ। তবে ম্যাচে বাংলাদেশের একমাত্র সুখের ক্ষণ আসে ৬৭ মিনিটে। মাঝমাঠ থেকে হামজার বাড়িয়ে দেওয়া থ্রু ধরে এগিয়ে যান রাকিব হোসেন। সামনে শুধু সিঙ্গাপুরের গোলরক্ষক। রাকিবের নেওয়া ওই শটে বলটি হাতে জমাতে পারেননি ইজওয়ান মাহবুদ। তাতে ম্যাচের ফল দাঁড়ায় ২-১।

এর পর আরও মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কোচ কাবরেরা মাঠে নামান শেখ মোরসালিন ও ফয়সাল ফাহিমকে। উঠিয়ে নেন শাকিল আহাদ ও মোহাম্মদ হৃদয়কে। মুহুর্মুহু আক্রমণও করতে থাকে বাংলাদেশ।

৭৭ মিনিটে হামজার ফ্রিকিক, শেষ ১৫ মিনিটে একের পর এক কর্নার এবং সম্মিলিত আক্রমণ সত্ত্বেও ফিনিশিং করতে না পারার ব্যর্থতায় সিঙ্গাপুরের গোলমুখ আর খোলা যায়নি।  যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রাকিবের ফ্রি কিক থেকে বক্সের ডান প্রান্তে বল পেয়ে শট নিয়েছিলে হামজা। তবে লক্ষ্য ঠিক না থাকায় হতাশায় পুড়তে হয় এ তারকাকে। পরের মিনিটে শেষ আক্রমণে নেওয়া তারিকের হেড সেভ করে দেন সিঙ্গাপুর গোলরক্ষক।

সেই সঙ্গে কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামের  প্রায় কুড়ি হাজারের বেশি দর্শককে বাড়ি ফিরতে হয় ভগ্ন হৃদয় নিয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত