মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রাকেশ নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০) জুন বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রশুনিয়া-ধামালিয়া সড়কের মনিপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই এলাকার বৈখণ্ড ঋষির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রাকেশ হঠাৎ রাস্তা পার হতে গেলে রশুনিয়া বাজারগামী একটি অটোরিকশার চাকার নীচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।