হ্যারি ব্রুকের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত যাত্রা শুরু হলো ইংল্যান্ডের। ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তারা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। সর্বশেষ ম্যাচে স্থানীয় সময় মঙ্গলবার তারা জিতেছে ৩৭ রানে। নেতৃত্বের শুরুতেই টানা ৬ ম্যাচ জয়ের স্বাদ পেলেন হ্যারি ব্রুক। শেষ ম্যাচে ব্যাট হাতেও রাখলেন অবদান।
সাউথহ্যাম্পটনে সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ২৪৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৮.৫ স্থায়ী জেমি স্মিথ আর বেন ডাকেটের উদ্বোধনী জুটিতেই আসে ১২০ রান। স্মিথ ২৬ বলে ৬০ আর ডাকেট ৪৬ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তারা আউট হলে সাবেক অধিনায়ক জস বাটলার খেলেন ১০ বলে ২২ রানের ক্যামিও। শেষদিকে ব্রুক ২২ বলে ৩৫* আর জ্যাকব বেথেল ১৬ বে ৩৬* রান করেন।
জবাবে তৃতীয় ওভার থেকেই উইকেট পতনের শুরু হয় ক্যারিবিয়ানদের। এর মাঝেও অধিনায়ক শাই হোপ ২৭ বলে ৪৫ আর শিমরন হেটমায়ার ৮ বলে ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মিডল অর্ডারে রভম্যান পাওয়েল অপরাজিত থাকেন ৪৫ বলে ৯ চার এবং ৪ ছক্কায় ৭৯ রানে। সেইসঙ্গে যোগ হয় জেসন হোল্ডারের ১২ বলে ২৫ রান। তবে এই পারফর্মেন্সও জয়ের জন্য যথেষ্ট ছিল না। ৮ উইকেটে ২১১ রানে থামে উইন্ডিজ।