টমাস টুখেলের অধীনে পরাজয়ের তেতো স্বাদ পেল ইংল্যান্ড। ফিফা প্রীতি ম্যাচে তারা ৩-১ গোলে হেরে গেছে সেনেগালের কাছে। টানা ২৪ ম্যাচ ধরে অপরাজিত সেনেগাল আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়ল। ২২ ম্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে ইংলিশদের এটাই প্রথম হার।
মঙ্গলবার রাতে সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের ৭ম মিনিটেই হ্যারি কেইনের গোলে এগিয়ে গিয়েছিল টমাস টুখেলের দল। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় তুলে নিয়েছে সেনেগাল। ৪০তম মিনিটে নিকোলাস জ্যাকসনের ক্রসে সমতা ফেরান ইসমাইলা সার। টুখেল কোচ হয়ে আসার পর এটাই ইংল্যান্ডের জালে প্রথম গোল।
৬২তম মিনিটে সেনেগালকে এগিয়ে নেন হাবিব দিয়ারা। ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় জালে বল পাঠিয়েছিলেন জুড বেলিংহ্যাম। কিন্তু আক্রমণের শুরুর দিকে হ্যান্ডবলের কারণে ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি। যোগ করা সময়ে ব্যবধান ৩-১ করেন শেখ সাবালি। শেষ বাঁশি বাজার পর দর্শকদের দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়েন হ্যারি কেইনরা।