রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়ায় ঈদের দিন বাবা-ছেলের মৃত্যু, ঘাতক বাসচালক গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২৫, ০২:২৮ পিএম

ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় বাসচালক জসিম উদ্দিন ওরফে ‘নানা’ কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে ঐ বাস। 

বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ৭ জুন সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। তিনি দীর্ঘদিন নাবিল পরিবহনে চাকরি করেছেন এবং দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন। 

হাইওয়ে পুলিশ ক্যাম্প শেরপুরের ইনচার্য ইন্সপেক্টর আজিজুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ মহোদয়ের সার্বিক নির্দেশনায় প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের বাস। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই বাসটিই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। তাকে গ্রেপ্তারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বাস ও চালক বর্তমানে হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত