বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

উল্লাপাড়ায় নদীতে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে। 

জানা যায়, আব্দুল মমিন স্ত্রী সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা শ্বশুর বাড়ি গিয়েছিলেন। বুধবার (১১ জুন) বেলা ১১টার দিকে শ্রীকোলা বিল সূর্য নদীতে নানীর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সাব্বির হোসেন। পরে নিখোঁজের ৩ ঘণ্টা পর বেলা ২টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশটি ভেসে ওঠে।  

এ বিষয়ে শিশুটির চাচা সাদ্দাম হোসেন বলেন, ঈদের পরদিন শ্বশুর বাড়ি স্ত্রী সন্তান নিয়ে আব্দুল মমিন বেড়াতে গিয়েছিলেন। শিশু সাব্বির হোসেন তার নানীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে ৩ ঘণ্টা পানিতে সন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশ ভেসে ওঠে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত