বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

শ্রীলঙ্কা যাওয়ার আগেই শান্ত বললেন, ‘প্রস্তুতি যথেষ্ট হয়নি’

আপডেট : ১২ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

গত কয়েকমাস ধরে ক্রিকেটের কোনো ফরম্যাটেই ভালো করতে পারছে না বাংলাদেশ। আরব আমিরাত ও পাকিস্তানের কাছে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। এবার সামনে শ্রীলঙ্কায় তিন ফরম্যাটের সফর। আজ ও আগামীকাল দুই ভাগে ভাগ হয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তাদের প্রস্তুতিটা যথেষ্ট হয়নি।

সূচি অনুযায়ী, ১৭ জুন গলে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২৫ জুন কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুই দল। ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় প্রস্তুতি ঠিকঠাক হয়নি বলে দাবি করলেন শান্ত। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রস্তুতিটা যথেষ্ট হয়নি। পাকিস্তান সিরিজটা পিছিয়ে গেলো না হয়ে  হয়তো আরও আগেই শুরু হতো। তবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ।’

শ্রীলঙ্কা সফর উপলক্ষে গত কয়েকদিন ধরে মিরপুরে ক্যাম্প করছে টাইগাররা। দুই দিনের প্রস্তুতি শেষে বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের মধ্যে ম্যাচ সিনারিও তৈরি করে খেলেছেন। সেখানে নাজমুল হোসেন শান্তকে বেশ সাবলীল মনে হলেও শর্ট বলে ভুগেছেন। আরেক তারকা লিটন দাস রীতিমতো নড়বড়ে ছিলেন! আশা জাগিয়েছেন দুই বছর পর জাতীয় দলের স্কোয়াডে ফেরা পেসার এবাদত হোসেন।

সংবাদ সম্মেলনে এবাদতের প্রত্যাবর্তন নিয়ে শান্ত বলেন, ‘এবাদতকে আমরা অনেকদিন ধরে মিস করছিলাম। আরও বোলার ছিল, কিন্তু ওর মতো উইকেট টেকার কেউ ছিল না। ক্যারিয়ারের পিক টাইমে ও ইঞ্জুরড হয়েছিল। অনেকদিন পর তার ফেরা বড় ব্যাপার। প্রস্তুতি ম্যাচে ভালো করেছে। পুরোপুরি ফিট আছে। আশা করি তাকে দিয়েই আমাদের ঘাটতি পূরণ হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত