বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স অন্তর্বর্তী সরকারের প্রদান ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। যদি দেশের ভালো চান তাহলে লন্ডন থেকে ফিরে এসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর অন্যথা হলে তা আমরা মেনে নেব না। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে ‘মিট দ্যা প্রেস’ এ তিনি একথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, জাপান সফরকালে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে- একটি দল ছাড়া আর কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না। অথচ কমিউনিস্ট পার্টিসহ অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে বাম শরীক দলগুলোর সঙ্গে আলোচনা করে কমিউনিস্ট পার্টি পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আমরা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।
তিনি বলেন, আওয়ামী লীগ পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশে ভয়ের রাজত্ব তৈরি করেছিল। দলীয়করণ এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষ কথা বলতেও ভয় পেতো। লন্ডনে অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ইতিবাচক বলে মন্তব্য করে তিনি বলেন, বল এখন সরকারের কোর্টে। সরকারই ঠিক করবে কবে নির্বাচন দিবেন। তবে, দু-একটি রাজনৈতিক দল ছাড়া সব দলই চায় ডিসেম্বেরের মধ্যে নির্বাচন হোক।
এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, এপ্রিলে রোজা, পরীক্ষা, আবহাওয়াসহ বিভিন্ন কারণে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় রয়েছে। ফলে নির্বাচন আরো দূরে চলে যাবে। বর্তমান নির্বাচন কমিশন আগের থেকে নির্বাচন খরচ বাড়িয়েছে। এটা খুবই দুঃখজনক।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ২৪ এর আন্দোলনে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার প্রয়োগ ও বৈষম্য দূর করা। কাজেই সংস্কার কাজে রাজনৈতিক দলগুলো যতটুকু ঐক্যমত হয়েছে- সেগুলোকে ঠিক রেখে বাকিটা পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত। জনগণের রায়ে নির্বাচিত সরকারই বাকি সংস্কার এগিয়ে নেবে।
তিনি বলেন, আমরা রাখাইনদের করিডোর, বন্দর বিদেশিদের লিজ দেব না। ভূ-রাজনৈতিক কারণে আধিপত্যবাদীরা এটি করতে চাইলে আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলবো।
করিডর প্রদান সম্পর্কে ড. ইউনূসকে উদ্দেশে করে কমরেড রুহিন হোসেন প্রিন্স আরো বলেন, আপনি নতুন যে সংকট তৈরি করছেন তা নিরসন আপনাকেই করতে হবে। করিডোর ও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় সিপিবি নেতা এস এ রশীদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।