লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্ত এলাকা থেকে সাতজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে দিঘলটারী বিওপির একটি টহল দল স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেয়।
আটককৃতরা হলেন- মো. ওবায়দুর রহমান (৪৫), মোছা. মাহমুদা (৪০), এবং তাদের পাঁচ সন্তান- মাহাবুল (১৫), মজিবর (১৩), জান্নাতী (৯), জাহানারা (৭) ও ৯ মাস বয়সী শিশু আসামী। তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ধ্বনিরাম গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দিঘলটারী সীমান্তে সন্দেহভাজন অবস্থানে স্থানীয়দের খবরের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালায়। পরে আটককৃতদের আদিতমারী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, থানায় আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আটককৃতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং মুচলেকা গ্রহণের মাধ্যমে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) আলী আকবর বলেন, আটককৃতদের বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের কোনো প্রমাণ না পাওয়ায় আইনি জটিলতা ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হবে।