খুলনায় ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে সাব্বির শেখ (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। বুধবার (১১ জুন) দিবাগত গভীর রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির শেখ ইলাইপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি রূপসা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাব্বির শেখ বুধবার দিবাগত রাত ৩টার দিকে বাড়ির ভেতরে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ‘জীবনের ইতিপূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন। ধারণা করা হচ্ছে, পরিবারের উপর অভিমান করে আত্মহত্যা করতে পারেন।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘যুবকের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।’