বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পচা মাংস বিক্রির দায়ে খুলনায় ব্যবসায়ীকে দণ্ড

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম

খুলনার কয়রা উপজেলায় পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দশ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস এই আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ব্যবসায়ী কয়রা বাজারের সিদ্দিক মোড়ল (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়রা ১ নম্বর গ্রামের রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও তার সহযোগী আব্দুল গফুরের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি হতো। বৃহস্পতিবার সকালে কয়রা বাজার থেকে সিদ্দিকের দোকান থেকে মাংস কেনেন আব্দুর রবসহ কয়েকজন ক্রেতা। বাড়িতে নিয়ে প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ ছড়ায়। পরে তারা সেই মাংস দোকানে ফেরত নিয়ে যান এবং বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দোকান ঘিরে ফেলেন এবং প্রশাসনকে জানান। ইউএনও রুলী বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

ইউএনও রুলী বিশ্বাস বলেন, পচা মাংস বিক্রির অভিযোগ পেয়েই আমরা অভিযান চালাই। অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত