সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মহাসড়কে অবৈধ পার্কিং, দুই বাসচালককে জরিমানা

আপডেট : ১২ জুন ২০২৫, ০৭:৪০ পিএম

ময়মনসিংহের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে অবৈধ গাড়ি পার্কিং, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাসচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ২ বাসচালককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য চালকদের সতর্ক করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতে, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত