প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি ছিল একটি ব্যক্তিগত সাক্ষাৎ। সাক্ষাতে শুধু তারা দুজনই ছিলেন। সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে এ সাক্ষাৎ হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আধা ঘণ্টা একান্তে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। গতকাল ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের আগেই দুজনের মধ্যে এই বৈঠক হয়। এরপর এদিন বিকেলে প্রধান উপদেষ্টা কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বৈঠকে কিং চার্লস ও প্রধান উপদেষ্টাই উপস্থিত ছিলেন। বাংলাদেশের যে বড় ধরনের ট্রানজিশন হচ্ছে, বৈঠকে এসব বিষয়ে কথা হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কী কী রি-ফর্মের (সংস্কার) পদক্ষেপ নিচ্ছে, সেসব বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস কিং চার্লসকে অবহিত করেছেন বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘কিং চার্লস ড. ইউনূসকে অনেক দিন ধরে চেনেন। সেজন্য তাদের মধ্যে অনেক ধরনের আলোচনা হয়েছে। আধা ঘণ্টার এই বৈঠক খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা বলব, এই সফরের সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এটি।’
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা লন্ডনে তার হোটেলে ফিরে এসেছেন। প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে এই অ্যাওয়ার্ড দেশের জন্য একটি বড় স্বীকৃতি। প্রধান উপদেষ্টাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তার লাইফ লং (সারা জীবনের) কাজের স্বীকৃতি হিসেবে।’
এসব কাজের উদাহরণ হিসেবে ‘মাইক্রোক্রেডিটের (ক্ষুদ্রঋণ)’ কথা তুলে ধরেন শফিকুল আলম। তিনি বলেন, ‘মাইক্রোক্রেডিট সারা বিশ্বে দারিদ্র্য কমিয়ে আনার জন্য বড় ধরনের একটি টুল (মাধ্যম)। প্রধান উপদেষ্টা সোশ্যাল বিজনেস নিয়েও কাজ করেছেন। সোশ্যাল বিজনেস কীভাবে পৃথিবীর মানুষের দারিদ্র্য কমিয়ে আনতে পারে বিশ্বের অনেক ইস্যু আছে; যেগুলোতে প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি কাজ করতে পারে না, সেখানে সোশ্যাল বিজনেস কাজ করতে পারে। এ ছাড়া তিনি ‘থ্রি-জিরো’ নিয়ে কাজ করেছেন। মানুষের জন্য প্রধান উপদেষ্টার সারা জীবনের যে ডেডিকেশন, মানুষের মঙ্গলের জন্য যে কাজগুলো তিনি করেছেন; কিং চার্লসের এই পুরস্কার সেসব কাজেরই স্বীকৃতি।’
কিং চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্পর্ক অনেক পুরনো উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘কিং চার্লস ড. ইউনূসের কাজ সম্পর্কে পুরোপুরি জানেন। কিং চার্লস একজন দরিদ্রবান্ধব কিং, পরিবেশ নিয়ে তিনি খুব ভালো ভালো কাজ করেছেন। ড. ইউনূস যত বই লিখেছেন, তার মধ্যে একটা বড় বইয়ের ফরওয়ার্ড (মুখবন্ধ) লিখে দিয়েছিলেন কিং চার্লস। বইটি ব্লকবাস্টার ছিল।’
একান্ত বৈঠকের পরই আরেকটি ‘অভূতপূর্ব ঘটনা’ ঘটেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘বৈঠকের পর কিং চার্লস ও তার কুইন ক্যামিলা প্রধান উপদেষ্টাকে তাদের সই করা ছবি-সংবলিত একটি উপহার দিয়েছেন। সেটি প্রধান উপদেষ্টার জন্য খুবই সম্মানের। তাদের মধ্যে যে পুরনো সম্পর্ক, তারা দুজনে দুজনকে চেনেন এবং দুজনের পারস্পরিক যে সম্মানের জায়গা, আমরা বলব সেখান থেকেই কিং চার্লস অধ্যাপক ইউনূসকে রেয়ার একটা অনার (বিরল সম্মান) দেখিয়েছেন।’
এদিন প্রধান উপদেষ্টার ব্রিটিশ পার্লামেন্টে স্পিকারের সঙ্গে একটি বৈঠকেরও কথা রয়েছে বলেও জানান প্রেস সচিব। তিন দিনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ব্রিটিশ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা ব্রিটেনের জাতীয় অপরাধ দমন সংস্থার (এনসিএ) সঙ্গে বৈঠক করেছি। তারা ইতিমধ্যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১১ মিলিয়ন ডলারের একটি সম্পদ ফ্রিজ করেছে। পাচার করা অর্থ উদ্ধারই এখন আমাদের মূল ফোকাস।’
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এর একটি অংশ যুক্তরাজ্যে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সম্পদ পুনরুদ্ধারে আমরা যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সহযোগিতা পাচ্ছি।’ তিনি বলেন, ‘কানাডার বেগমপাড়ার মতো আরও অনেক দেশে এমন অবৈধ সম্পদে গড়ে ওঠা বসতি রয়েছে বলে আমরা ধারণা করছি। পাচার হওয়া টাকাগুলো দেশের দরিদ্র জনগণের কল্যাণে ব্যবহারের লক্ষ্যেই আমরা কাজ করছি।’
প্রেস সচিব জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পর, তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। তিনি বলেন, ‘এই বৈঠকে নির্বাচনের নানা দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আজ বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিদল বৈঠকের প্রস্তুতি হিসেবে আমাদের সঙ্গে দেখা করেছে। আশা করছি আগামীকাল (শুক্রবার) সকাল ৯টার মধ্যেই তারা মূল বৈঠকে অংশ নেবে।’
লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা (আলোচ্যসূচি) নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সবকিছু নিয়ে আলোচনা হবে। এ বৈঠক হবে ওয়ান টু ওয়ান।
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে তিনি বলেন, সংস্কারের উদ্যোগ নিয়ে রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। ৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিং চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন।
প্রধান উপদেষ্টার কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের বিষয়ে তিনি বলেন, এই অ্যাওয়ার্ড পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড। পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।
ড. ইউনূসের যুক্তরাজ্য সফর সন্তোষজনক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।’
হাইকমিশনার কুক বলেন, ‘অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুদেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।’