রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাত, প্রেমিক আটক

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪৮ এএম

শারীরিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে প্রেমিক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রেমিকা সুমি আক্তারকে (৩০) ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক যুবক মো. রাকিব (২৮) সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও সৌদি প্রবাসীর স্ত্রী সুমির মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। গতকাল বিকেলে তারা একটি নির্জন স্থানের ঘরের ভেতর কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক যুবক রাকিব তার প্রেমিকাকে ছুরিকাঘাত করেন। এ সময় প্রেমিকার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক প্রেমিক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সিরাজদীখান থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত