বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্যবসায়ী মামুন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার ছোড়া গুলিতে ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষুব্দ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা খোকা এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে। খোকাকে আটকের খবর ছড়িয়ে পড়লে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের হুকুমে তার ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাইদুল ইসলাম বাবু তার লোকজন নিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে হামলা করে গুলি করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ব্যবসায়ী মামুন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো অভিযুক্ত প্রধান আসামি জাইদুল ইসলাম বাবুসহ বাকিকের ধরতে পারেনি।

এ সময় তারা মামুন হত্যাকারী বাবুসহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, থানা ঘেরাও, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত