বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আধিপত্য বিস্তার নিয়ে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ 

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৭:৪১ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু সিদ্দিক ঢালী (৫৮) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ শরীয়তপুরে আনা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী নদীরপাড় থেকে বাড়িতে ফেরার সময় আশরাফ আলী ছৈয়ালের বাড়ির সামনে আবু সিদ্দিককে কুপিয়ে হত্যা করে এক দল সন্ত্রাসী।  

আবু সিদ্দিক ঢালী ওই ইউনিয়নের চান্দনী গ্রামের মৃত শাহি ঢালীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সিদ্দিক ঢালীর সঙ্গে একই এলাকার মিন্টু ছৈয়ালের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। এর আগেও তাদের দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। তারই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চান্দনী নদীরপাড় থেকে বাড়িতে ফেরার সময় আশরাফ আলী ছৈয়ালের বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চন্দনি এলাকার মিন্টু ছৈয়াল ও তার লোকজন আবু সিদ্দিককে একা পেয়ে দারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে বলে অভিযোগ উঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

জানা যায়, নিহত কৃষক আবু সিদ্দিক ঢালী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারের সমর্থক ছিলেন। আর মিন্টু ছৈয়াল সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হকের সমর্থক।

নিহত আবু সিদ্দিক ঢালীর ভাই জুলহাস ঢালী বলেন, চান্দনীর মিন্টু ছৈয়াল, রাব্বি ছৈয়াল, ইসাহাক ছৈয়াল, আবু কালাম ছৈয়ালসহ বেশ কয়েকজন মিলে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করবো। আমি এই হত্যার বিচার দাবি করছি।

এদিকে, মিন্টু ছৈয়ালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 

জেলার নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত